ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে, মোবাইল ফোনসহ মোজাম্মেল নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে মোবাইল ডিসপ্লে ৩৬০০টি, মোবাইল ফোন ১৩০টি রয়েছে।
এ সময় চোরাইকাজে ব্যবহৃত সিলভার কালারের একটি নোহা গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া মোজাম্মেল সদর উপজেলার ছোট হরন মোল্লা বাড়ির মৃত আতাউল্লাহর ছেলে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়। এরআগে বুধবার বিকেলে ধরখার বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে ওইসব মালামালসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে বুধবার বিকেলে ধরখার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল নিয়ে কুমিল্লা হাইওয়ে অভিমুখ থেকে একটি সিলভার রংয়ের মাইক্রো ধরখার হাইওয়ে রোড দিয়ে সদর অভিমুখে যাচ্ছে। খবর পাওয়া মাত্র সঙ্গীয় ফোর্স নিয়ে ধরখারের ভাঙ্গা ব্রিজ নামক স্থানে অভিযান চালানো হয়।
এ সময় ওই গাড়িতে তল্লাশী করে মোবাইল ডিসপ্লে বিভিন্ন ব্যান্ডের ৩৬০০টি, বিভিন্ন ব্যান্ডের ১৩০টি মোবাইল সেট ও ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ধরখার এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ডিসপ্লে বিভিন্ন ব্যান্ডের ৩৬০০টি, মোবাইল সেট বিভিন্ন ব্যান্ডের ১৩০টিসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাইকাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়।