ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ফের খুলে দেওয়া হলো কাপ্তাইয়ের সবগুলো জলকপাট

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৯:২৭ এএম
খুলে দেয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট। ছবি- সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ১৬টি জলকপাট।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে প্রতিটি কপাট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হচ্ছে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বিকেল ৩টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৪৬ ফুট মিন সি লেভেলে পৌঁছে বিপৎসীমার ওপরে চলে যায়। এ কারণে বিকেল ৪টা থেকে জলকপাট খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে।

তিনি আরও জানান, বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট সচল থাকায় হ্রদ থেকে নদীতে অতিরিক্ত ৩২ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। বর্তমানে এ ইউনিটগুলো থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।