ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শাশুড়িকে হাতুড়িপেটায় হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১২:৪৩ পিএম
হাতুড়িপেটায় শাশুড়িকে হত্যা। ছবি- সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে পারুল বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার একমাত্র পুত্রবধূ লিলি আক্তার (৩০)। রোববার সন্ধ্যায় উপজেলার আসাদনগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল বেগম ওই এলাকার আব্দুল ওয়াহিদের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত পারুল বেগম ও তার স্বামী আব্দুল ওয়াহিদের একমাত্র ছেলে বিল্লাল প্রবাসে থাকেন। বাড়িতে পারুল, তার স্বামী ও পুত্রবধূ লিলি আক্তার তিন সন্তানসহ বসবাস করতেন। দীর্ঘদিন ধরে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। গতকাল রোববার সকালে আব্দুল ওয়াহিদ চিকিৎসার জন্য কুমিল্লায় গেলে বিকেলে বাড়িতে বউ-শাশুড়ির মধ্যে আবারও তুমুল ঝগড়া বাধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে লিলি ঘরে থাকা হাতুড়ি দিয়ে শাশুড়ি পারুল বেগমের মাথা ও মুখে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুলের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা বাড়ির উঠানে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও তদন্ত শুরু করে। এ সময় ঘরের পারিপার্শ্বিক অবস্থা দেখে পুলিশ লিলি আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিলি তার শাশুড়িকে হাতুড়ি দিয়ে হত্যার কথা স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত হাতুড়িটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’