ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

‘স্বাস্থ্য কমপ্লেক্স নয়, এটা ময়লার ভাগাড়’

সিলেট ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৩:০২ পিএম
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিলেটের জেলা প্রশাসক। ছবি- সংগৃহীত

সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে বলেন, ‘আমি সবখানেই মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে এবং সমস্যার সমাধান করতে যাই। আজও কানাইঘাটে এমন উদ্দেশ্যেই এসেছি। আপনাদের সব কথা শুনলাম। এখানে এসে আমি নিজেও দেখলাম, অবস্থা খুবই খারাপ। স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার ভাগাড়।’

সোমবার (২০ অক্টোবর) কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। দুপুরে হাসপাতালটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখতে এসে তিনি স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিয়ে বিভিন্ন সমস্যার কথা শোনেন।

এ সময় তিনি বলেন, ‘আজই উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে ১৫ জন লোক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন-পুরোনো দুই ভবনেই পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। আপনারাও এ কাজে সহযোগিতা করবেন।’

জেলা প্রশাসক বলেন, ‘ধাপে ধাপে বাকি সব সমস্যাও সমাধানের চেষ্টা করা হবে। আমি আজই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এখানের লোকবল সংকটের বিষয়ে কথা বলব। এ ছাড়া এখানে যাতে সন্তান প্রসব সেবা ঠিকমতো দেওয়া হয়, সেটি নিশ্চিত করা হবে। পাশাপাশি নতুন ভবনটি চালু করার ব্যবস্থা করা হবে শিগগিরই।’

কানাইঘাট উপজেলার একজন স্থানীয় কৃষক মোহাম্মদ হোসেন বলেন, ‘আমাদের দীর্ঘদিনের অভিযোগ অবশেষে জেলা প্রশাসকের নজরে এসেছে। আমরা আশা করি, এইবার আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা সমাধান হবে। পরিচ্ছন্নতা ও সেবা বাড়লে আমাদের জীবনের অনেক উন্নতি হবে।’

অন্য এক বাসিন্দা রুবিনা আক্তার বলেন, ‘অ্যাম্বুলেন্স অনেক সময় কাজ করে না, ডাক্তার-নার্সদের উপস্থিতিও কম থাকে। ডিসির প্রতিশ্রুতি আমাদের জন্য নতুন আশার সঞ্চার করেছে। আমরা তার সঙ্গে কাজ করে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে চাই। জেলা প্রশাসকের এই উদ্যোগে এলাকার মানুষ নতুন জীবনের আশায় বুক বেঁধেছে।’