চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি বাড়িতে মোবাইল ও টাকা চুরি করতে গিয়ে এলাকাবাসীর কাছে আটক হয়ে মারধরের শিকার হয়েছেন নাহিদ। উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ছাত্রলীগের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি তিনি। সকালে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
রোববার (২৫ মে) গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, শনিবার (২৪ মে) রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজানের বাড়িতে চুরির ঘটনা ঘটে।
আটককৃত ছাত্রলীগ নেতা উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের চাইপাড়া গ্রামের জিয়া ডাক্তারের ছেলে নাহিদ (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৩টার দিকে মিজানের বাড়িতে চুরি করতে যান তিনি। এ সময় পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে ধাওয়া দিয়ে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বলেন, চুরি করতে গিয়ে জনতার হাতে ইউনিয়ন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আটক হন। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক হওয়া নাহিদকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।