চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে ও বজ্রপাতে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার উজিরপুর ও মনাকষা ইউনিয়নের চৌকা খড়িয়াল এলাকায় এসব ঘটনা ঘটে।
নদীতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো উত্তর উজিরপুর মাঝাপাড়ার ওমর আলীর ছেলে মো. আনিম আলী (১১) এবং একই গ্রামের মুকুল আলীর মেয়ে মোসা. মিম খাতুন (১০)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর শাখা খালে গোসল করতে নামে তারা। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
অন্যদিকে, একই দিন দুপুরে মনাকষা ইউনিয়নের চৌকা পন্ডিতপাড়ায় বজ্রপাতে মারা যায় আরেক শিশু, রোহিত সিংহ (৬)। সে চৌকা খড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী এবং রাজু সিংহের ছেলে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘বৃষ্টির মধ্যে বিদ্যালয় চত্বরে চলাচলের সময় হঠাৎ বজ্রপাত হলে রোহিত গুরুতর আহত হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
আপনার মতামত লিখুন :