চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে নিখোঁজের ১৭ মাস পর বিএসএফ ফেরত দিয়েছে জাকির নামে এক বাংলাদেশি যুবককে।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জাকির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেগপুর গ্রামের আমিন আলির ছেলে।
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, ‘জাকির মানসিক ভারসাম্যহীন যুবক। তিনি ১৭ মাস আগে নিখোঁজ হন। গত ৫ সেপ্টেম্বর ভারতের বৈষ্ণবপুর পুলিশ ফাঁড়ি ও বিজিবি থেকে জানা যায়, তিনি সেখানে আটক আছেন। পরবর্তীতে বৈষ্ণবপুর পুলিশ ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করে রোববার সন্ধ্যা ৬টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া শিংনগর এলাকায় বিজিবি ক্যাম্পের মাধ্যমে ভারতের বিএসএফ ও বৈষ্ণবপুর পুলিশ জাকিরকে বাংলাদেশের বিজিবি ও শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।’
জাকির বর্তমানে তার পরিবারের নিকট রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, ‘গত ৫ সেপ্টেম্বর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭১ বিএসএফ ব্যাটালিয়ন থেকে জাকিরের ভারতে আটক থাকার তথ্য আমাদের জানানো হয়। পুলিশের মাধ্যমে বিষয়টি যাচাইয়ের পর নিশ্চিত করা হয়। রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিংনগর এলাকায় ভারতীয় বিএসএফের শোভাপুর ক্যাম্প ও বাংলাদেশের মাসুদপুর বিওপির মাধ্যমে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে জাকিরকে ফেরত দেওয়া হয়। পরে পুলিশের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’