চট্টগ্রাম বন্দরে ৫জি ভিত্তিক স্মার্ট পোর্ট সেবা চালু করতে রবি অ্যাক্সিয়াটা পিএলসির সহযোগী প্রতিষ্ঠান অ্যাক্সিনেটেক পিএলসি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বন্দর কর্তৃপক্ষের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান, অ্যাক্সিনেটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল হোসেন নোবেল এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায়, অ্যাক্সিনেটেক চট্টগ্রাম বন্দরে ৫জি প্রযুক্তি নির্ভর প্রাইভেট নেটওয়ার্ক স্থাপনের সম্ভাব্যতা যাচাই করবে। স্মার্ট পোর্ট সেবার মধ্যে থাকবে বন্দর নিরাপত্তা ব্যবস্থাপনা, স্মার্ট এক্সেস কন্ট্রোল, স্বয়ংক্রিয় পরীক্ষণ ল্যাব, যানবাহন ও গ্যান্ট্রি ক্রেনের বুদ্ধিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এটি দেশের বৃহত্তম বন্দরকে প্রযুক্তিনির্ভর স্মার্ট পোর্টে রূপান্তরের পথে বড় পদক্ষেপ। রোবির ৫জি এন্টারপ্রাইজ সলিউশনসের মাধ্যমে এই উদ্যোগ দেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।