ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৮:২৭ এএম
পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষ নিহত ৫, আহত ২। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকার সিটিগেটে পিকআপ ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (১৮ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর ৪টা ৫৫ মিনিটে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের ওই ইউনিট ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনাস্থল ফায়ার স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।