ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে ২ তরুণের মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:২৫ পিএম
আনোয়ারায় নিহতদের একজন। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় পৃথক দুইটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বৈরাগ ইউনিয়নের খান বাড়ির বাসিন্দা মোহাম্মদ জাহিদ (১৮) এবং বরুমছড়া ইউনিয়নের আবু তাহেরের ছেলে মো. হানিফ (২০)।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মোন্তাসিন জাহিন তাদের মৃত ঘোষণা করেন।

তিনি জানান, পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হলে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।