চট্টগ্রামের সাতকানিয়ার ১নং শরতী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে চার শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত বারোটার দিকে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে।
দগ্ধ শ্রমিকরা হলেন,মাহবুবুর রহমান (৪৫),ইদ্রিস আলী (২৭),রিয়াজ উদ্দিন (২০) ও ইউসুফ আলী (৩২)।
আহতদের সকলের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বলতলী গ্রামের স্থায়ী বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে চার শ্রমিককে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ণের জরুরি বিভাগের নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মাহবুবুর রহমান শরীরে ৫০ শতাংশ দগ্ধ, ইদ্রিস আলীর শরীরে ৭০ শতাংশ দগ্ধ, রিয়াজ উদ্দিনের শরীরে ৬০ শতাংশ দগ্ধ এবং ইউসুফ আলীর শরীরে ৫৫ শতাংশ দগ্ধ রয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কার জনক হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসা শেষে জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা আরিফ হোসেন জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে শ্রমিকরা একটি গুদামে গ্যাস সিলিন্ডার রাখার সময় হঠাৎ তা থেকে বিস্ফোরণ হয় । এতে তারা গুরুতর দগ্ধ হন। প্রথমে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতের দিকে তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থাই আশঙ্কা জনক।