ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়ে বোনের মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১১:৩৪ পিএম
রাফেজা সুলতানা উর্মির নিথর দেহ রাস্তায়। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় ভাইয়ের বাইক থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ হারালেন বোন রাফেজা সুলতানা উর্মি (৪০)।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

রাফেজা সুলতানা উপজেলার জিরি ইউনিয়নের কৈগ্রাম এলাকার রুহুল আমিনের কন্যা।

স্থানীয়রা জানান, উর্মি ভাইয়ের মোটরসাইকেলে চড়ে পটিয়া সদরে যাচ্ছিলেন। হঠাৎ সড়কের গতিরোধক অতিক্রমকালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে বোনটি সড়কে ছিটকে পড়েন। সেই মুহূর্তেই একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় পটিয়া ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দুর্ঘটনার খবরে পরিবারের মাঝে নেমে আসে অশ্রু ও শোকের স্রোত। ভাইয়ের চোখের সামনে বোনের এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। স্বজনরা জানান, সকালে ঘর থেকে বের হওয়ার সময় উর্মি হাসিমুখে বিদায় নিয়েছিলেন, কে জানত সেটাই হবে তার জীবনের শেষ যাত্রা!

এদিকে ঘটনার পরপরই কাভার্ড ভ্যানচালক গাড়িসহ পালিয়ে যান। তবে পুলিশ জানিয়েছে, গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি জসীম উদ্দীন বলেন, ‘ভাইয়ের মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ড ভ্যানের চাপায় উর্মি নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’