সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৮:১৮ পিএম

চট্টগ্রামে সাংবাদিকের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আলটিমেটাম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ০৮:১৮ পিএম

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এ আলটিমেটাম দেন বক্তারা।    ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এ আলটিমেটাম দেন বক্তারা। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার করার আলটিমেটাম দিয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এ আলটিমেটাম দেন বক্তারা। হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ।

এ ঘটনায় প্রতিবাদ জানাতে প্রেস ক্লাব ও সিএমইউজে যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। সঞ্চালনায় ছিলেন বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক মিয়া মোহাম্মদ আরিফ।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও কালের কণ্ঠ ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, নগর নিউজ নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম, আমার দেশ ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক আব্দুল্লাহ, দীপ্ত টিভি ব্যুরো প্রধান লতিফা আনসারী লুনা, দিনকাল ব্যুরো প্রধান হাসান মুকুল, কালের কণ্ঠ নিজস্ব প্রতিবেদক ফারুক মুনির এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম পারভেজ।

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জাহিদুল করিম কচি বলেন, ‘জঙ্গল সলিমপুর নিয়ে গল্প লিখে দায় এড়ানোর চেষ্টা আর চলবে না। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে নিয়ে অবিলম্বে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার না হলে এর পরিণতি ভালো হবে না। জুলাই বিপ্লবের পর প্রেস ক্লাব ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সদস্যপদ স্থগিত বা বাতিল করা হয়েছে। আমরা পেশাদার সাংবাদিকদের নিয়ে ঐক্যবদ্ধ থাকতে চাই।’

বক্তারা বলেন, জঙ্গল সলিমপুর বর্তমানে একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকাটি চট্টগ্রাম জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সীমানার মধ্যবর্তী হওয়ায় দুই সংস্থা দায়িত্ব এড়িয়ে যায়। এই অবস্থা কোনো অজুহাতে মেনে নেওয়া যায় না।

তারা আরও বলেন, জঙ্গল সলিমপুরের এই পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি, বছরের পর বছর রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও প্রশাসনের নীরবতার কারণেই এলাকা সন্ত্রাসীদের ঘাঁটিতে পরিণত হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজের ওপর হামলা হয়। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!