চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় অবস্থিত কেডিএস কন্টেইনার ডিপোতে ট্রাকের চাপায় মাহিন নামের (২১) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কন্টেইনার ডিপোর ভতরে লোড-আনলোড পয়েন্টে কাজ করার সময় একটি ট্রাক মাহিনকে চাপা দিলে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শ্রমিকের বাড়ি কক্সবাজর জেলার মহেশখালী উপজেলার কালাগাজী এলাকায়। তার বাবার নাম মো. ফিরোজ। নিহত মাহিন অনেকদিন যাবৎ কেডিএস কন্টেনার ডিপোতে শ্রমিকের কাজ করে আসছিলেন।