ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মধ্যরাতে শিপইয়ার্ডে ডাকাত দলের হানা, মালামাল লুট

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ০৫:০৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় এলাকায় এস.এইচ. এন্টারপ্রাইজ নামে একটি পুরাতন জাহাজভাঙা শিপইয়ার্ডে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল প্রায় ১২ লাখ টাকার মালামাল (লোহা) লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই রাতে কদম রসুল সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত আলহাজ মো. কামাল উদ্দিনের মালিকানাধীন এস.এইচ. এন্টারপ্রাইজ নামের শিপইয়ার্ডে দুইটি বোট ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত প্রবেশ করে। এ সময় তারা প্রায় ১০-১২ লাখ টাকার লোহা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতরা শিপইয়ার্ডে দায়িত্বে থাকা দারোয়ান ও নৌকার মাঝিদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে আহত কর্মচারীদের উদ্ধার করে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে এস.এইচ. এন্টারপ্রাইজ শিপ ইয়ার্ডের ম্যানেজার মো. ফখরুল ইসলাম জিয়া দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘শিপইয়ার্ডে ডাকাতির বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলেও তার আগেই ডাকাতরা মালামাল লুট করে পালিয়ে যায়।’