চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে মোছাম্মৎ নুসাইবা নামে দুই বছর বয়সি এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (০৯ নভেম্বর) সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কৈয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসাইবা স্থানীয় মাওলানা মুহাম্মাদ একরামের একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খেলাধুলার সময় শিশুটি অসাবধানতাবশত বসতঘরের পেছনের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান বলেন, ‘পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা পরিবারের পাশে আছি এবং প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি।’

