চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেনের ধাক্কায় সবদুল শেখ নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) ভোর সোয়া ৫টার দিকে দর্শনা হল্ট স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবদুল শেখ দর্শনার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সারা রাত ভ্যান চালিয়ে শুক্রবার ভোরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সবদুল শেখ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. রফিকুল ইসলাম বলেন, ‘নিহত ভ্যানচালক সারা রাত কাজ শেষে ক্লান্ত অবস্থায় ভোরে বাড়ি ফিরছিলেন। হয়তো ঘুমের ভাব ছিল। এ সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মাথা ও পায়ে মারাত্মক আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’
তিনি আরও বলেন, অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের ভিত্তিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত না করেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।