কক্সবাজারের উখিয়ায় অপহরণের ৪ দিন পর সৈয়দ নুর (৪২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে।
গত সোমবার বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার গহীন জঙ্গল থেকে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সৈয়দ নুর উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অছিউর রহমানের ছেলে মোহাম্মদ ইসমাইল এবং রোহিঙ্গা রহমত উল্লাহ।
নিহতের স্ত্রী জোবেদা খাতুন গত ৮ জুলাই ঘুমধুম পুলিশ ফাঁড়িতে একটি অপহরণ মামলা দায়ের করেছিলেন।
স্থানীয় সূত্র জানায়, গত ১৭ জুলাই (শুক্রবার) অজ্ঞাত একদল অপহরণকারী সৈয়দ নুরকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবার বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৫০ হাজার টাকা প্রদান করে। এরপরও তাকে হত্যা করে লাশ গহীন জঙ্গলে ফেলে দেয় অপহরণকারীরা।
স্থানীয় প্রশাসন জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাশরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। এরমধ্যে দুজনকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :