রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৫:১৬ পিএম

আখাউড়ায় সবজিতে স্বস্তি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৫:১৬ পিএম

দাম কমতে শুরু করেছে সবজির। ছবি- রূপালী বাংলাদেশ

দাম কমতে শুরু করেছে সবজির। ছবি- রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সর্বত্র হাটবাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় দাম কমতে শুরু করেছে। শিম, টমেটো, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, শিম, মুলাসহ অন্যান্য সবজিতে কেজি প্রতি ১০-৪০ টাকা কমেছে। সবজির দাম কমতে শুরু করায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পৌর শহরের সড়ক বাজার সবজি বাজার ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানায়, বৃষ্টির কারণে ফলন নষ্ট হওয়ায় সবজি দাম বেড়েছে। বৃষ্টির প্রভাব কমে আসায় বাজারে সবজির সরবরাহ বেড়ে আসায় দাম কমেছে। আগামী কয়েক দিনের মধ্যে সরবরাহ আরও বৃদ্ধির পাশাপাশি দাম ও কমে আসবে।

সরেজমিনে পৌর শহরের সড়ক বাজার সবজি বাজার ঘুরে দেখা গেছে, কয়েকদিন আগেও যেসব সবজি আকাশছোঁয়া দামে বিক্রি হয়েছিল ওসব সবজির দাম তুলনামূলকভাবে অনেক কমেছে। বাজারে প্রতি কেজি শিম ৮০-৮৫, টমেটো ৯০-১১০, আলু ২০, করলা ৬০-৬৫, বেগুন ৭০-৮০, শসা ৩৫-৪০,গাজর ১৪০-১৫০ পেপে ২৫-৩০, মোলা ৩৫-৪০, ঝিঙে ৪০-৪৫, ফুলকপি প্রতি পিস ৪৫-৫০, কাচাকলা প্রতি হালি ৩৫-৪০, ধনিয়া পাতা ১৮০-১৯০ কাঁচা মরিচ ১৯০-২১০, কচুর মুখি ৪০-৪৫, মিষ্টি কুমড়া ৫০-৫৫, লাউ ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ক্রেতা মো. অহিদ মিয়া বলেন, গত কয়েক দিন ধরে বাজারে শীতকালীন সবজির সরবরাহ তুলনামূলকভাবে অনেক বেড়েছে। ফলে দামও নেক কমেছে। তাই আমাদের মতো নিম্ন ও মধ্যম আয়ের লোকজনরা এখন পছন্দের সবজি ক্রয় করে খেতে পারছেন। ন্যায্য দামে সারা বছর নিত্যপণ্য বিক্রি হলে ক্রেতারা স্বস্তিতে থাকবে।

বাজার করতে আসা রাধানগর এলাকার মো. ইমন মিয়া বলেন, বেশ কিছুদিন ধরে সবজির বাজার খুবই চড়া ছিল। ইচ্ছে থাকা সত্বেও কোনো সবজি ক্রয় করা যেত না। কয়েক দিন ধরে বাজারে শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেতে শুরু করেছে। তাই পছন্দের সবজি পরিমাণমতো কেনা যাচ্ছে।

পৌর শহরের দেবগ্রাম এলাকার মো. ফরিদ মিয়া বলেন, গত সপ্তাহে যে লাউ বিক্রি হয়েছে ৯০-১০০ টাকায়। আজকে তা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া শিম ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আসলে বেশ কিছুদিন ধরে সব ধরনের সবজির দাম বেড়ে সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে যাওয়ার উপক্রম হয়। বর্তমান বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে আসায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

অটোরিকশাচালক মো. ইয়াসিন মিয়া বলেন, সবজির দাম বেড়ে যাওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও চাহিদানুযায়ী ক্রয় করতে পারিনি। এখন  বাজারে দাম কিছুটা কমেছে। তাই আধা কেজি মুলা, ১ কেজি আলু, আধা কেজি মুখি আর পেঁপে কেনা হয়েছে।

পৌর শহরের সড়ক বাজার সবজি ব্যবসায়ী হান্নান মিয়া বলেন, শীতের আমেজ ইতোমধ্যে শুরু হয়েছে। গত কয়েক দিনের তুলনায় বাজারে সবজি সরবরাহ অনেক বেড়েছে। তাই দাম ও অনেক কমে শুরু করেছে। আশা করছি, সরবরাহ আরও বেড়ে যাবে। দাম ও অনেক কমে আসবে।

রূপালী বাংলাদেশ

Link copied!