কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তত্ত্বাবধানে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন আড়াই শতাধিক গরিব ও অসহায় মানুষ। চৌধুরীপাড়া হাজী ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই বিশেষ মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২১৮ জনকে চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল পর্যন্ত চলে এই চিকিৎসা কার্যক্রম।
টেকনাফ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. শাহাদাত হোসেন শুভ সরাসরি ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
গরিব, অসহায় ও দুস্থ মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। অনেকে চিকিৎসাসেবা নিয়েছেন, কেউ পেয়েছেন প্রয়োজনীয় ওষুধ।
স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার জনস্বাস্থ্য উন্নয়ন ও মানবিক সহায়তায় তাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের আশা, টেকনাফে বিজিবির এমন উদ্যোগ সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন