ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

চকরিয়ায় বনকর্মীদের ওপর হামলা, আহত ৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১১:৩৭ পিএম
সেগুনবাগিচা এলাকায় বনকর্মীদের ওপর হামলা। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় চোরাই কাঠভর্তি একটি টমটম গাড়ি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে পাঁচজন বনকর্মী আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বর্তমানে তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম (৩১) এবং বনপ্রহরী অলিউল ইসলাম (৩৫), মো. হাসান (৩২), আয়াত উল্লাহ (৩৪) ও হাসান আলী (৩০)। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা এখন শঙ্কামুক্ত।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান জানান, ‘রোববার রাতে সেগুনবাগিচা এলাকা থেকে গাছের টুকরা বোঝাই একটি ইজিবাইক বের হতে দেখে বনকর্মীরা অভিযানে যান। এ সময় ২০–২৫ জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা দিয়ে বনকর্মীদের পিটিয়ে আহত করে এবং কাঠবোঝাই ইজিবাইকটি (টমটম) ছিনিয়ে নিয়ে যায়।’

খুটাখালী বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘চোরাই কাঠ চোরাকারবারিরা দীর্ঘদিন ধরেই এ এলাকায় সক্রিয়। আমরা তাদের আটকাতে গেলে তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘বন বিভাগের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।’