ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

কুমিল্লায় ওয়ার্কশপের বিশ্রাম কক্ষে মিলল মালিকের রক্তাক্ত মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৩:১৪ পিএম
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল সংলগ্ন একটি ওয়ার্কশপ থেকে মালিক দুলাল মিয়ার (৫০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর জনতা হাইস্কুল সংলগ্ন একটি ওয়ার্কশপ থেকে মালিক দুলাল মিয়ার (৫০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১০ আগস্ট) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুলাল মিয়া নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বড় দুর্গাপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মিয়া ঢাকায় থাকা মালিকের পক্ষ থেকে ওয়ার্কশপ ও তার সংলগ্ন একতলা বাড়ির দেখাশোনা করতেন। শনিবার (৯ আগস্ট) রাত ১১টার দিকে তিনি ওই বাড়ির একজন ভাড়াটিয়ার বাসায় ভাড়া তুলতে যান। কিন্তু এরপর থেকে বাড়ি ফেরেননি।

রোববার সকালে তার স্বজনরা দোকানে গেলে ওয়ার্কশপের বিশ্রাম কক্ষে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

সদর দক্ষিণ থানার এসআই মোস্তফা কামাল বলেন, ‘দুলাল মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে রাতের কোনো এক সময় হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।’