ঢাকা সাভারে প্রকাশ্যে গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যাকাণ্ডের ৭২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে বিদেশি রিভলবার ও বুলেটসহ গ্রেপ্তার করেছে র্যাব-৪ সিপিসি-২ সাভার।
শুক্রবার (২৩ মে) সকালে রাজধানী মিরপুরে র্যাব-৪ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-৪ এর অধিনায়ক লে. কর্ণেল মাহবুব আলম।
গ্রেপ্তার আসামি হলেন, সাভারের ঘোষপাড়া এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (৬৪)।
এর আগে, ১৯ মে রাত সাড়ে ৯টায় সাভারের ব্যাংক কলোনি (এমপির বাড়ির ঢাল) এলাকায় বরুণের যানবাহন মেরামতের গ্যারেজের রংমিস্ত্রি শাহীনকে (৩০) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পরপরই হত্যাকারী আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, ২২ মে রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার তারগাছ এলাকায় অভিযান চালিয়ে শাহীন হত্যাকাণ্ডের প্রধান আসামিকে একটি বিদেশি রিভলবার ও ১৭ রাউন্ড বুলেটসহ গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটা-কাটির এক পর্যায়ে গুলি করে হত্যা করে।