নামকরণ: কালিয়াকৈর নামকরণের সঠিক ইতিহাস নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। একটি ধারণা অনুসারে, একটি পুকুরে 'কালিয়া নাগ' নামে একটি বৃহৎ সাপ ছিল। সেই 'কালিয়া' এবং পুকুরের 'কৈরা' শব্দ দুটি মিলে 'কালিয়াকৈর' নামের উৎপত্তি হয়েছে।
নদ-নদী: এ উপজেলার প্রধান নদীগুলো হলো তুরাগ, বংশী ও সালদা। এছাড়াও বোয়ালি বিল, হাওলা বিল, উজান বিল, মার্কাজ বিল এবং গোয়ালার খাল, বেতজুরী খাল উল্লেখযোগ্য জলাশয়।
অর্থনীতি ও শিল্প: কালিয়াকৈর বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম প্রধান শিল্পাঞ্চল। এখানে অসংখ্য তৈরি পোশাক কারখানা সহ ছোট-বড় প্রায় ৩৫০টি কলকারখানা গড়ে উঠেছে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এটি উত্তরবঙ্গের সাথে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগের অন্যতম প্রবেশদ্বার হিসেবেও পরিচিত।
শিক্ষা প্রতিষ্ঠান: কালিয়াকৈর ডিগ্রি কলেজ এখানকার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।
ইউনিয়ন পরিষদসমূহ:
আটাবহ ইউনিয়ন
চাপাইর ইউনিয়ন
ঢালজোড়া ইউনিয়ন
ফুলবাড়ীয়া ইউনিয়ন
বোয়ালী ইউনিয়ন
মধ্যপাড়া ইউনিয়ন
মৌচাক ইউনিয়ন
শ্রীফলতলী ইউনিয়ন
সূত্রাপুর ইউনিয়ন
আপনার এলাকার সর্বশেষ খবর জানতে উপরের লিংকগুলোতে ক্লিক করুন।