অন্তঃসত্ত্বা স্ত্রীর অস্ত্রপাচারের জন্য ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে অটো রিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটেছে ।
নিহত পুলিশ সদস্য হলেন, টাঙ্গাইল সদর উপজেলার শাজাহানগঞ্জ ছোনাটি এলাকার জামাল শিকদারের ছেলে রনি শিকদার (২৬)। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পুলিশ কনস্টেবল রনি গাজীপুর মেট্রোপলিটন সদর জুনের সহকারী উপ-কমিশনার দিনে দ্বীনে এ আলমের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন।
তার অন্তঃসত্ত্বা স্ত্রীর বুধবার অস্ত্রপাচার হওয়ার কথা রয়েছে। সেই খবর পেয়ে তিনি আজ সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাড়িতে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাস্ট উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নাওজোর হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। অটো রিকশটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন