ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন এলাকার জনমানুষের নেতা, জনপ্রিয় রাজনীতিক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই ঈশ্বরগঞ্জজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার। স্থানীয় চায়ের দোকান থেকে আড্ডাস্থল সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাবুর মনোনয়ন।
দীর্ঘদিন ধরে দলের হয়ে মাঠে-ঘাটে সক্রিয়ভাবে কাজ করে আসা এ রাজনৈতিক নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা বিএনপির উচ্চ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে ঈশ্বরগঞ্জে উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঈশ্বরগঞ্জের মানুষ ও দলের আস্থা আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি সবসময় এই এলাকার মানুষের সেবা করতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি হতে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন