ফরিদপুরের পদ্মার চরে পাঁচ ফুট লম্বা বিষধর রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে। চাষের জমিতে আগাছানাশক স্প্রে করার সময় হঠাৎ করে সাপটি নজরে আসে এক কৃষকের।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পদ্মার চর ‘দোলাই’ এলাকায় ঘটনাটি ঘটেছে ।
সাপটি প্রথম দেখতে পান স্থানীয় কৃষক সোহরাব বেপারী।
তিনি জানান, ‘সকাল থেকে আমরা তিনজন মিলে চর দোলাইতে আগাছানাশক স্প্রে করছিলাম। দুপুরের দিকে হঠাৎ একটি সাপ গর্জন করে আমাদের দিকে এগিয়ে আসে। সাপটিকে দেখেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে বাঁশের লাঠি দিয়ে সেটিকে মেরে ফেলি।’
সোহরাব আরও বলেন, ‘সাপটি আনুমানিক পাঁচ ফুট লম্বা এবং বেশ ভারী ছিল। তার পেটটা ছিল অস্বাভাবিক বড়, তাই ধারণা করছি হয়তো পেটে বাচ্চা ছিল।’
পরবর্তীতে মৃত সাপটি পাশের চর মাধবদিয়া ইউনিয়নের মমিনখাঁর হাটে নিয়ে গেলে, তা দেখতে ভিড় জমায় শত শত উৎসুক মানুষ।