ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, পুকুরে মিলল হামলাকারীর লাশ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১০:৫৬ এএম
এই পুকুর থেকে মরদেহ উত্তোলন করা হয়। ছবি- সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা থানায় দায়িত্বরত অবস্থায় এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন এএসআই মহসিন আলী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরদিন সেই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা থানার পেছনের সাঘাটা হাই স্কুলের পুকুর থেকে তার মরদেহ উত্তোলন করে। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা থানার ভেতরে ঢুকে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ওই অজ্ঞাত যুবক। হামলার পরপরই সে থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি চালালেও তাকে খুঁজে পায়নি।

সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, অস্ত্র ছিনতাই করতে আসা যুবকের নাম সিজু মিয়া। তবে তার বাড়ি কোথায় এখনও জানা যায়নি। তার লাশ ময়না তদন্তের জন্য আজ সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে আহত এএসআই মহসিন আলীকে বৃহস্পতিবার রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।