গাইবান্ধার সুন্দরগঞ্জে চোর অপবাদে আব্দুস সালাম (৪০) নামে মানসিক ভারসাম্যহীন (পাগল) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে দুলালী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে দুলালী বেগমকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমীন। গ্রেপ্তারকৃত দুলালী বেগম ঐ গ্রামের আব্দুল গণির স্ত্রী।
এর আগে বিকালে আব্দুল গণি-দুলালী বেগম দম্পত্তির বাড়ি থেকে আব্দুস সালামের মৃতদেহ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা। নিহত আব্দুস সালাম পার্শ্ববর্তী রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার (১ নভেম্বর) ভোরে বৃষ্টি পড়াকালে আব্দুস সালামকে গোয়ালঘরে দেখতে পেয়ে দুলালী বেগম ও তার স্বামী আব্দুল গণি গরুচোর অপবাদে হাক-চিৎকার করেন।
এরপর আশপাশের লোকজন এসে আব্দুস সালামকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারপিট করেন। এতে ঘটনাস্থলেই আব্দুস সালামের মৃত্যু হয়।
আব্দুস সালাম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তিনি দীঘদিন থেকে দিন-রাত হাট-বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। তার ৩ সন্তান রয়েছে। আব্দুস সালাম কোন চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা আগে কখনো শুনিনি।
তারা ধারণা করে বলেন, হয়তো বৃষ্টির কারণে আব্দুস সালাম আব্দুল গণির গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলায় দুলালী বেগম নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার তদন্তের স্বার্থে এখনই আর কিছু বলা যাচ্ছেনা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন