গাজীপুরে ককটেল ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার সময় মহানগরের কোনাবাড়ি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী সনজিৎ মন্ডল (৩৮) গুরুতর জখম হয়েছেন। তিনি কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় বসবাস করে জুয়েলারি ব্যাবসার পাশাপাশি বিকাশের ব্যাবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, তিনি প্রতিদিনের ন্যায় দোকান শেষ করে মজুদ থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাসার দিকে যান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় দোকান বন্ধ করে কলেজ গেট আসলে আগে থেকে উৎ পেতে থাকা ছিনতাইকারী দল তার ওপর হামলা চালায়।
তার কাছে ব্যাগে থাকা আনুমানিক ৫ ভরি স্বর্ণ ও বিকাশের নগদ দেড় থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারী দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ি ক্লিনিকে নিয়ে যায়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যান। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকেই এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কোনাবাড়ি থানার ওসি মো. সালাউদ্দিন জানান, ছিনতাইয়ের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।