ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির নেতা 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৮:৫৮ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সমাবেশে জামায়াতে যোদ দেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও যুগ্ম সম্পাদক ডা. দিদারুল আলম। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সমাবেশে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও যুগ্ম সম্পাদক ডা. দিদারুল আলম।

শুক্রবার (৪ জুলাই) সকালে সীতাকুণ্ড মডেল মসজিদ কার্যালয়ে উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত প্রাক্তন ছাত্র দায়িত্বশীল সমাবেশে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। 

অনুষ্ঠানে জামায়াত নেতারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

যোগদান উপলক্ষ্যে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. দিদারুল আলম বলেন, ‘দীর্ঘদিন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর আদর্শ, চিন্তাধারা ও সামাজিক কর্মকাণ্ড আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তাই আজ আমি জামায়াতে যোগ দিচ্ছি। যতদিন বেঁচে থাকব, ইসলামের খেদমতে জামায়াতের হয়ে কাজ করে যাব।’

প্রসঙ্গত, তিনি সীতাকুণ্ড কামিল মাদ্রাসা ও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়দুল হকের নাতি এবং বাড়বকুণ্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির ও পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান প্রমুখ।