ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫

ভাই হত্যার বিচার এখনো পাইনি: আবু সাঈদের বড় ভাই 

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৮:৪১ পিএম
শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। ছবি- সংগৃহীত

শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, ‘আমার ভাই হত্যার বিচার এখনো আমি পাইনি। আমাদের পরিবার শুধু সরকারের দিকে তাকিয়ে আছে, আমরা কখন আবু সাঈদ হত্যার বিচার পাব।’

শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও আমরা শুধু আনুষ্ঠানিক ঘোষণা পেয়েছি—চারজন কারাগারে এবং ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুধু পরোয়ানা জারি করলে হবে না, দেশ ও দেশের বাইরে যেসব খুনি আছে, তাদের দেশে এনে জুলাই গণঅভ্যুত্থান মঞ্চ সাজিয়ে সেখানে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিচার করতে হবে।’ 

দীর্ঘ ১৭ পর রংপুরে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, শহীদ আবু সাঈদের বড়ভাই রমজান আলী প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমির এটিএম আজম খান।

এর আগে সকাল থেকেই জনসভাস্থলে নেতা-কর্মীরা আসতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে রিকশা, অটোরিকশা, ভ্যান, ট্রাক ও কাভার্ডভ্যানে জনসভায় জড়ো হন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। 

মাঠেই দুটি জামাতে জুমার নামাজ আদায় করেন তারা। এ ছাড়াও রংপুর নগরীর বিভিন্ন মসজিদে নামাজ আদায় করেন। নামাজ শেষে জনসভা মাঠে প্রবেশ করেন তারা। 

জনসভাস্থল ছাড়াও ডিসির মোড়, কাচারী বাজার, আরডিআরএস মোড়সহ বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের উপচেপড়া উপস্থিতি লক্ষ করা গেছে। জনসভায় আগামী নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।