মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় কাদের বেপারী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে কামারগাঁও বিশ্বরোড পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাদের বেপারী মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছিলেন কাদের বেপারী। বিশ্বরোড পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
নিহতের ছেলে মো. বারেক বলেন, ‘আমার বাবা জুমার নামাজ পড়তে বেরিয়েছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা প্রথমে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে বিকেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে বিকেল সাড়ে পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘চিকিৎসক কাদের বেপারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্রীনগর থানাকে জানানো হয়েছে।’