ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার কারণ জানাল পুলিশ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১২:৫৭ পিএম
গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকজন সন্ত্রাসী, পাশে নিহত সাংবাদিক তুহিন। ছবি- সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যের কারণ প্রকাশ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজি নয় এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করায় তাকে খুন করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মো. রবিউল ইসলাম জানান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর চান্দনা চৌরাস্তায় ঘটনাটি ঘটে। এ সময় সন্ত্রাসীরা শতাধিক মানুষের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার তুহিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাদশা নামে এক ব্যক্তিকে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ ও ধাওয়া করে। এ ঘটনার ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। বিষয়টি বুঝতে পেরে হামলাকারীরা তাকে লক্ষ্য করে নির্মমভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

আহত বাদশা সাংবাদিকদের জানান, চৌরাস্তা পার হওয়ার সময় এক নারী তাকে টার্গেট করে টাকা দাবি করে। তিনি নারীকে প্রতিরোধ করলে তার সহযোগীরা হামলা চালায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন খান বলেন, নিহত তুহিনের বড় ভাই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। খুনিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজে গভীর ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সহকর্মী ও স্বজনরা দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একই দিনে গাজীপুর সদর থানা এলাকায় সাংবাদিক আনোয়ার হোসেনকে পাথর দিয়ে পা থেঁতলে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় আনোয়ারের মা আনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

সদর থানার ওসি মেহেদী হাসান জানান, বুধবার (৬ আগস্ট) আনোয়ার হোসেনকে টেনেহিঁচড়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। স্বজন ও সহকর্মীদের অভিযোগ চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তাকে হামলার শিকার হতে হয়েছে।