গাজীপুরের শ্রীপুরে আদিবাসীদের প্রাচীন শ্রীশ্রী লক্ষী মন্দিরে যাতায়াতের জন্য নতুন রাস্তা নির্মাণ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ। দীর্ঘ ৩০ বছরের দুর্ভোগ পেরিয়ে এখন আনন্দে আত্মহারা স্থানীয়রা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার ৩নং ওয়ার্ড লোহাগাছ খাসপাড়ার শ্রীশ্রী লক্ষী মন্দিরের পথে নতুন রাস্তায় জনসাধারণ চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দশক ধরে খানাখন্দভরা মাটির রাস্তায় যাতায়াত করেই পূজা দিয়ে আসছিলেন আদিবাসী হিন্দু সম্প্রদায়ের কয়েক শ মানুষ। একই পথ দিয়েই যাতায়াত করতেন শিক্ষার্থী ও শিল্পকারখানার শ্রমিকরা। বর্ষায় কাদা-পানিতে এ পথ হয়ে উঠত দুঃসহ। বিষয়টি স্থানীয় সাংবাদিক আলফাজ সরকারের মাধ্যমে ইউএনওর নজরে আসলে তিনি পৌরসভার সহযোগিতায় প্রাথমিকভাবে প্রায় এক কিলোমিটার রাস্তা ব্রিক সলিংয়ের উদ্যোগ নেন। মন্দির পর্যন্ত রাস্তা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, বাকি অংশ আগামী টেন্ডারে নির্মাণ হবে বলে জানিয়েছেন তিনি।
নতুন রাস্তা পেয়ে স্থানীয়দের মধ্যে বইছে আনন্দের বন্যা।
পূজারী শ্রী অধীন চন্দ্র বর্মন বলেন, আগে পূজা দিতে যেতে হাঁটু সমান কাদা পেরোতে হতো। এখন দুর্ভোগের অবসান হলো, সবাই নির্বিঘ্নে মন্দিরে আসতে পারবে।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা শ্রীমতি দ্বিপালী রানী বলেন, দুই যুগ ধরে পৌরসভায় বারবার আবেদন করেও কোনো ফল হয়নি। ইউএনও আমাদের কষ্ট বুঝে যে উদ্যোগ নিয়েছেন, তা ভাষায় বোঝানো যাবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেই রাস্তার দুর্ভোগ রয়েছে। দায়িত্ব গ্রহণের পর জনগুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে উন্নয়নের কাজ চলছে। আগামী টেন্ডারে বাকি রাস্তাগুলো নির্মাণ করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন