প্রবাসে থাকা বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন চালু করেছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ। উদ্বোধনের পর প্রথম ২৪ ঘণ্টায় অ্যাপে নিবন্ধন করেছেন ৩৩৯১ জন প্রবাসী ভোটার।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই সংখ্যাটি প্রত্যাশার চেয়েও বেশি, যা প্রবাসে থাকা বাংলাদেশিদের মধ্যে ভোট অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, এমন ইঙ্গিতই দেয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, অ্যাপটি চালুর পরপরই যে সাড়া মিলেছে, তা কমিশনের কাছে উৎসাহজনক। নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, ১৯ নভেম্বর পর্যন্ত নিবন্ধন পৌঁছেছে ৩৪২৩ এ। পরবর্তী সময়ে এ সংখ্যা আরও বাড়তে পারে।
শীর্ষে দক্ষিণ কোরিয়া
প্রবাসী নিবন্ধনে সবচেয়ে এগিয়ে দক্ষিণ কোরিয়া। দেশটি থেকে একদিনে নিবন্ধন করেছেন ১ হাজার ৭৪৫ জন।
দ্বিতীয় অবস্থানে জাপান (৬৯০), চতুর্থ চীন (৩৬৮) এবং পঞ্চম দক্ষিণ আফ্রিকা (৩৬৩) ।
এ ছাড়া লিবিয়া, মিশর, উগান্ডা, মোজাম্বিক, মরিশাস, নাইজেরিয়া, লাইবেরিয়া, তানজানিয়া, কেনিয়া ও মরক্কোসহ নানা দেশের প্রবাসীরা অ্যাপটির মাধ্যমে ভোটার হওয়ার আবেদন করেছেন।
নতুন ব্যবস্থায় আগ্রহ কেন বাড়ছে
প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ দীর্ঘদিন ধরে সীমিত ছিল। ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ থাকলেও তা ছিল জটিল ও সময়সাপেক্ষ। নির্বাচন কমিশন এবার প্রথমবারের মতো একটি অ্যাপভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করে প্রক্রিয়াটি সহজ করেছে।
নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধনের প্রথম দিনের প্রবণতা দেখে বোঝা যায় দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে ভোটে অংশ নেওয়ার বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বেশ প্রবল। দ্রুত ডিজিটাল প্রক্রিয়া তাদের জন্য নতুন আশাবাদ তৈরি করেছে।
নিবন্ধনের সময়সীমা ও ধারাবাহিকতা
কমিশন জানায়, প্রথম পর্যায়ে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসীরা ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।
দেশের ভেতরের ডাকযোগে ভোট দিতে ইচ্ছুক তিন ধরনের ভোটার—প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য নিবন্ধন কার্যক্রম চলবে ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন আরও বাড়বে। প্রথম দিনের অভিজ্ঞতা বলছে, ভোটের বাইরে থাকা বড় একটি জনগোষ্ঠী এবার অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।
ডিজিটাল পদ্ধতিতে প্রবাসীদের ভোট প্রক্রিয়া যুক্ত হওয়া বাংলাদেশে নির্বাচনী অন্তর্ভুক্তির নতুন অধ্যায়। প্রথম দিনের সাড়া তাই শুধু সংখ্যাতেই সীমাবদ্ধ নয়; এটি প্রবাসী ভোটাধিকার নিশ্চিত করার বড় পদক্ষেপও বটে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন