বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন ছিল গতকাল বৃহস্পতিবার। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশের নারী নিরাপত্তা ও ডিজিটাল যুগের চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। এদিকে গত বছরের মতো এবারও তার জন্মদিনে কোনো ধরনের আনুষ্ঠানিকতা, কেক কাটা বা উৎসব না করার নির্দেশনা দিয়েছিল বিএনপি।
এদিন তারেক রহমান তার ফেসবুক পোস্টে বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ আজ বিশ^ ও বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রকে বদলে দিয়েছে। তিনি উল্লেখ করেন, তার ও তার স্ত্রীর সন্তান যে পৃথিবীতে বেড়ে উঠছে, তা তাদের শৈশবের পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন। এই পরিবর্তনে যেমন সুযোগ তৈরি হয়েছে, তেমনি উদ্বেগও বাড়ছে। বিশেষ করে নারীদের প্রতি অনলাইন ও অফলাইনে বাড়তে থাকা সহিংসতা ও হয়রানির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, বাংলাদেশ তখনই এগিয়ে যাবে, যখন নারী সমাজ ভয়মুক্তভাবে এগিয়ে যেতে পারবে।
পোস্টে তিনি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি জরুরি অগ্রাধিকারমূলক কর্মপরিকল্পনার কথা জানান। এর মধ্যে রয়েছেÑ দ্রুত সহায়তামূলক জাতীয় অনলাইন সেফটি সিস্টেম, জনজীবনে সক্রিয় নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল, শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তা শিক্ষা, কমিউনিটি পর্যায়ে সহিংসতা প্রতিরোধব্যবস্থার উন্নয়ন এবং নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ। তিনি বলেন, বাংলাদেশ তখনই অপ্রতিরোধ্য হবে, যখন নারী সমাজ নিরাপদ, সমর্থিত ও ক্ষমতায়িত হবে।
এদিকে গত মঙ্গলবার দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মদিনে কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান, কেক কাটা, পোস্টার বা ব্যানার লাগানো যাবে না। ২০০৮ সালের সেপ্টেম্বরে জরুরি অবস্থার মধ্যে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান এবং এরপর থেকে সেখানেই অবস্থান করছেন। খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর থেকে যুক্তরাজ্য থেকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভার্চুয়ালি তিনি দলের কার্যক্রমে অংশ নিচ্ছেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে আসছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা অনুযায়ী বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার পর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন