রাজধানীর পৃথক তিনটি ঘটনায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গত বুধবার রাত ১০টায় রামপুরা টিভি সেন্টারের সামনে যাত্রীবাহী ভিক্টর পরিবহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। অন্যদিকে একই রাত ৮টায় পল্লবী থানার সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের ঘটনায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে রামপুরা টিভি সেন্টারের সামনে ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ফায়ার সার্ভিস এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভিক্টর পরিবহনের বাসে আগুন লাগার খবর আসে। পরে দুটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।
রামপুরায় বাসে আগুন দেওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর ধানমন্ডি ৫ নম্বর সড়কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বাসার সামনে ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ।
ধানমন্ডি থানার এসআই শাহজালাল বলেন, কে বা কার এখানে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাননি জানিয়ে তিনি বলেন, রাত সোয়া ১টার দিকে বাসার সামনে গিয়ে বারবার কলিং বেল চাপলেও ভেতর থেকে কারো সাড়া মেলেনি।
এসআই শাহজালাল বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই বাসায় বর্তমানে আইন সচিব থাকছেন বলে স্থানীয় কয়েকজন আমাকে বলেছেন। তবে আমি তথ্যটি নিশ্চিত হতে পারিনি।
এদিন ককটেলের বিস্ফোরণ ঘটে ঢাকার পল্লবীতে, যেখানে এক পুলিশ সদস্য আহত হন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানা ও আর্মি ক্যাম্পের মাঝে ট্রাস্ট ব্যাংকের বুথের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে পুলিশ জানায়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিষয়ে সোমবার রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে শেখ হাসিনা ও তার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদ-ের রায় হয়। আর রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হয় পাঁচ বছরের কারাদ-।
রায়ের দিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ডাক দেয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। কিন্তু রায়ের কয়েক দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়া কিংবা সড়ক আটকে দেওয়ার মতো ঘটনা ঘটতে থাকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন