২২ বছর ভারতের বিপক্ষে ফুটবল ম্যাচ জিতেছে বাংলাদেশ। গত ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে ওই স্মরণীয় জয়ের ম্যাচে কোচ কাবরেরার একাদশে জায়গা হয়নি বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। তবে ভারতের বিপক্ষে খেলতে না পারার আক্ষেপ নেই নেই এই ডেনমার্কপ্রবাসী ফুটবলারের। ক্যারিয়ার শেষদিকে আছেন তিনি। জাতীয় দলের মূল একাদশে খেলতে পারার সুযোগ যেন একটু একটু করে আলগা হয়ে যাচ্ছে। ২৩ জনের স্কোয়াডে থাকছেন ঠিকই। কিন্তু একাদশে অনিয়মিত। তবে ভারতের বিপক্ষে একাদশে না থাকলেও দলের জয়ে খুশি জামাল।
শেখ মোরসালিনের দুর্দান্ত গোলে জয়ের পর জামালও বাংলাদেশের উদযাপনের সেই স্রোতে মিশে যান। হামজা-মোরসালিনদের সঙ্গে বুকও মেলান তিনি। জয় উদযাপন করেন। হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশের বর্তমান দল নিয়ে আশাবাদী জামাল। তিনি বলেন, ‘দল আগের চেয়ে অনেক উন্নতি করেছে, এটা সত্যি বলতে হবে। হামজা চৌধুরী এসেছেন। ফাহামিদুল-শমিত-জায়ানরা খেলছেন। আমি মনে করি, সামনের দিকে আরও প্রবাসী খেলবে।’ তিনি আরো বলেন, ‘কারণ এটা দরকার। আমি তো অনেক আগে থেকে বলছি এসব নিয়ে। তবে শেষ পর্যন্ত এরা দলে যোগ দিয়েছে, খেলছে। আমার অনেক ভালো লাগে।’ সিনিয়র ও জুনিয়রের সমন্বয়ে জাতীয় দল এগিয়ে যাচ্ছে। জামাল বললেন, ‘দলে যারা আছে বেশির ভাগ জুনিয়র, আমরা কয়েকজন সিনিয়র। এটা আসলে ভালো গ্রুপ।’ ভারতের বিপক্ষে জিতলেও এশিয়ান কাপ বাছাইয়ে পর্ব পার হতে পারেনি বাংলাদেশ। তবে ফুটবলের বর্তমান ক্রেজ ধরে রাখতে জামালের মতে করণীয় হচ্ছে, ‘ম্যাচ জিততে হবে, বড় টুর্নামেন্ট জিততে হবে। তাহলে ক্রেজিনেস বাড়বে।’ ভারত ম্যাচে জামাল খেলতে পারেননি। তাতে অবশ্য আক্ষেপ নেই তার, ‘একটা ম্যাচ খেললে আশা থাকে পরে খেলার। আমার তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু আমি খেলি নাই। আমি ইম্প্যাক্টফুল ডিফেন্স করি। হামজার গোলে আমি অ্যাসিস্ট করেছি। কেন আমি খেলতে পারছি না, এটা কোচের সিদ্ধান্ত। আমি এর কোনও ব্যাখ্যা চাই না। কারণ দিন শেষে এটা তার সিদ্ধান্ত। আমরা ম্যাচ জিতেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি অনেক খুশি যে, আমরা তিন পয়েন্ট পেয়েছি।’ ক্রীড়া উপদেষ্টা ভারত ম্যাচ জেতার পর ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও আশ্বস্ত করেছেন বোনাসের। এ প্রসঙ্গে জামাল বলেন, ‘আসিফ ভাইকে ধন্যবাদ। তিনি দলের জন্য বোনাস ঘোষণা করেছেন। আমি তাবিথ ভাইকে বলছি একটা বোনাস দিতে হবে। ভাই পরবর্তীতে ডিনারে বলছেন আগামী সপ্তাহে সবার সঙ্গে লাঞ্চ করবেন, সেখানে হয়তো বলবেন। এই বোনাস একশ বা এক লাখ- যেকোনো কিছু হতে পারে। এটা বড় বিষয় না।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন