ঝিনাইদহের মহেশপুরে পাওনা টাকা পরিশোধের কথা বলে মোস্তাক হোসেন নামে এক ইটভাটার লেবার সর্দারকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৭টার দিকে উপজেলার খালিশপুরের পুরুন্দপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আহত মোস্তাক হোসেন মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, গত বুধবার রাত ৭টার দিকে রাস্তার পাশে কলা বাগান থেকে গুরুতর আহত অবস্থায় মোস্তাককে উদ্ধার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে স্থানীরা। এ ঘটনার পর গতকাল বৃহস্পতিবার সকালে হত্যাচেষ্টাকারী অভিযুক্ত বাবুলকে পুলিশ গ্রেপ্তার করে। বাবুল উপজেলার ফতেপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের খালেকের ছেলে। মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত আসামি বাবুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন