বগুড়ার দুপচাঁচিয়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৫-২৬ উদ্বোধন করা হয়েছে। গতকার বৃহস্পতিবার বিকেলে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে তালোড়া খাদ্য গুদামে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি শাহরুখ খান ফিতা কেটে অভিযান উদ্বোধন করেন।
উপজেলায় ৩৪ টাকা কেজি দরে বরাদ্দকৃত ১২৫ টন ধান এবং ৫০ টাকা কেজি দরে বরাদ্দকৃত ৫ হাজার ৬৪৪ টন চাল ১০৯ জন মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত দুপচাঁচিয়া ও তালোড়া খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।
এ সময় উপস্থিত ছিলেন- সরকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম নাহিদ, খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন