সোমবার, ২১ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১২:১৬ পিএম

‘বিতর্কিত’ তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের তথ্য চায় ইসি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১২:১৬ পিএম

নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে।   ছবি- সংগৃহীত

নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে। ছবি- সংগৃহীত

বিতর্কিত গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বিস্তারিত তথ্য চেয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিয়োজিত রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তথ্য চাওয়া হয়েছে।

ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি গতকাল রোববার পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ঢাকার শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসব তথ্য চেয়েছে।

চিঠিতে কর্মকর্তাদের নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং মোবাইল নম্বর ভোটকেন্দ্রভিত্তিক পাঠাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২২ জুন বিএনপি নেতা সালাহ উদ্দিন খান রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। এতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী তিনজন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, এসব নির্বাচনে ‘প্রহসনের মাধ্যমে ভোট জালিয়াতি’ হয়েছে।

মামলার পরপরই সাবেক সিইসি এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগেও সরকার গত ২০ ফেব্রুয়ারি নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠায়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তোলা হচ্ছিল।

নির্বাচন সংশ্লিষ্টদের তথ্য চাওয়া এবং তদন্ত প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের নির্বাচন ব্যবস্থায় জবাবদিহির একটি নতুন পর্ব শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!