গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তাদের দায়িত্ব সঠিক ভাবে পালনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকার রাখার আহ্বান জানান গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মো. আলম হোসেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে কাপাসিয়ার নানাবিধ সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আউলিয়া খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা ফকির, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, কাপাসিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইন্সপেক্টর মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী বেলাল আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, কাপাসিয়া থানার ওসি শাহীন, কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি এফএম কামাল হোসেন ও কালের কন্ঠের সাংবাদিক মাহমুদুল হাসান প্রমুখ।
বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। কাপাসিয়ার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের ধারা গুলো যথারীতি চলমান রাখার নিমিত্তে সকল কর্মকর্তাদের প্রতি আহব্বান জানান।
এর আগে সকালে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সদর তহসিল অফিস পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন