গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে সাকিল আহম্মেদ ফয়সাল (১৯) নামে এক কলেজ এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ওই ছাত্র নিহত হয়।
সে সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে এবং এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
তার পরিবার সূত্রে জানা যায়, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পারাপারের সময় ট্রেনে কাঁটা পড়ে নিহত হয় সাকিল। প্রতিদিন সকালে নামাজের পর সে হাটাহাটি করে। তার ভাই রাসেদ জানায়, প্রতিদিনের ন্যায় আজও রেল লাইন ধরে সে হাটার সময় দূর্ঘটনার শিকার হয়।
চরপাথালিয়া এলাকায় সদর উপজেলার গোবরা থেকে রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ওই ছাত্র নিহত হয় বলে বোড়াশী রেল স্ট্রেশন ম্যানেজার রত্না বেদ্য জানান। তিনি বলেন, রেল পুলিশ এসে তার পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন