শনিবার, ২৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৯:৩৮ এএম

কেন ডোনাল্ড ট্রাম্পের পাশে নেই মেলানিয়া? 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৯:৩৮ এএম

কেন ডোনাল্ড ট্রাম্পের পাশে নেই মেলানিয়া? 

মেলানিয়া ট্রাম্প। ছবি: সংগৃহীত

সম্প্রতি অনেকেই খেয়াল করেছেন, ডোনাল্ড ট্রাম্প যতই আলোচনায় থাকুন না কেন, তার স্ত্রী মেলানিয়াকে তেমন একটা দেখা যাচ্ছে না তার সঙ্গে। এতে অনেকেরই মনে প্রশ্ন উঠছে, কোথায় গেলেন মেলানিয়া?

কেন তাকে দেখা যাচ্ছে না তার স্বামীর সঙ্গে। তবে কি ট্রাম্পের সঙ্গে সম্পর্কে ছেঁদ ধরেছে তার? নাকি অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে? চলুন জেনে নেয়া যাক। 

নিজেকে নিয়ে ব্যস্ত মেলানিয়া

মেলানিয়া সব সময়েই একটু লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসেন। তিনি রাজনীতি বা মিডিয়ার ঝামেলায় বেশি জড়াতে চান না। 

শোনা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের যেসব আইনি সমস্যা চলছে, সেসব নিয়েও তিনি বেশ বিরক্ত। তাই তিনি নিজের মতো থাকতে চান তিনি। চুপচাপ, শান্তভাবে।

পরিবারই প্রথম

২০২৪ সালের বড়দিনে ট্রাম্প পরিবারের একটা ছবি ভাইরাল হয়, কিন্তু মেলানিয়া সেখানে ছিলেন না। পরে জানা যায়, তার মা তখন গুরুতর অসুস্থ ছিলেন, আর তিনি মায়ের পাশে থাকার জন্যই ওই ছবিতে ছিলেন না। 

এতে বোঝা যায়, পরিবারের জন্য কতটা গুরুত্ব দেন তিনি।

Melania Trump Hints About Relationships With Donald Trump‍‍`s Children

কী করছেন মেলানিয়া? 

অনেকেই ভাবতে পারেন তিনি কিছুই করছেন না, কিন্তু তা ঠিক নয়। তিনি সম্প্রতি একটা গুরুত্বপূর্ণ আইন (Take It Down Act) পাশের সময় হাজির ছিলেন, যা ব্যক্তিগত ছবি বা ভিডিও অনলাইনে ছড়ানো বন্ধে সাহায্য করবে। 

এছাড়া, নিজের আত্মজীবনীর একটা এআই ভার্সন অডিওবুক হিসেবেও প্রকাশ করেছেন। নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতেও আগ্রহী তিনি।

Trump fumes that Melania was overlooked by major magazines
ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া। ছবি: সংগৃহীত

ট্রাম্পকে সাপোর্ট করেন, তবে দূর থেকেই

মেলানিয়া তার স্বামীকে সমর্থন করেন ঠিকই, কিন্তু সেটি খুব লাইমলাইটে না গিয়েই করেন। তিনি চান না সব সময় মিডিয়ার ফ্ল্যাশের সামনে থাকতে। তাই অনেক সময় তাঁর না থাকা মানেই তিনি দূরে সরে গেছেন, এমন না।

মেলানিয়া ট্রাম্প এখন নিজের মতো জীবনযাপন করছেন। পরিবার, নিজের পছন্দ, আর শান্তি তার জন্য সবচেয়ে বড় ব্যাপার। তিনি রাজনীতিতে বেশি ঘেঁষতে চান না, কিন্তু স্বামীকে সাপোর্ট করতেও ভুলছেন না। আর সেটাই তাঁর স্টাইল।

রূপালী বাংলাদেশ

Link copied!