শনিবার, ২৪ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৮:১৪ এএম

ইতিহাসের আজকের এই দিনে

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৮:১৪ এএম

ইতিহাসের আজকের এই দিনে

প্রতীকী ছবি: ইতিহাসের আজকের এই দিনে

মানবসভ্যতা ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে। ইতিহাসের পাতায় বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা, মহান ব্যক্তিত্ব কিংবা সাধারণ মানুষের জন্ম-মৃত্যু মিলিয়ে রচিত হয় এক অনন্ত কাহিনি। যা নতুন দিগন্ত উন্মোচন করে।

শনিবার (২৪ মে) ফিরে তাকালে দেখতে পাই এই দিনটি একাধিক উল্লেখযোগ্য ঘটনার সাক্ষী হয়ে রয়েছে। বছরের পর বছর কেটে গেলেও আজকের দিনটি বিভিন্ন আলোচিত-সমালোচিত ব্যক্তিত্বের জীবন বা ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিণত হয়েছে।

ঘটনাবলি:

১৮২২ - ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে।
১৮৪৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদভবন থেকে মার্কিন আবিষ্কারক মোর্স (মোরিস) ৪০ মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান।
১৮৬২ - টমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত করা হয়।
১৮৭৫ - স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটিই পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়য়ে রূপান্তরিত হয়।
১৯০২ - ব্রিটেনে প্রথম ‘এম্পায়ার ডে’ পালিত হয়।
১৯৬৪ - রিও ডি জেনিরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় ৩২৮ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।
১৯৭২ - কবি কাজী নজরুল ইসলামএর ভারত থেকে ঢাকায় আগমন। রাষ্ট্রীয়ভাবে তাকে জাতীয় কবির স্বীকৃতি দান।
১৯৮৫ - বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে ১১ হাজার লোকের প্রাণহানি।
১৯৯১ - বর্ণবাদী ইসরাইল সরকার, দ্বিতীয় বারের মতো ১৪ হাজার ৪০০ ইহুদিকে ইথিউপিয়া থেকে অধিকৃত ফিলিস্তিনে নিয়ে আসে।
১৯৯৩ - উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া, ইথিউপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৪ - মক্কায় পদদলিত হয়ে ২৭০ হাজীর মৃত্যু।
২০০০ - ইসরাইলী বাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়।

জন্ম:

১৫৪৪ - উইলিয়াম গিলবার্ট, ইংরেজ চিকিৎসক। 
১৬৮৬ - ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, পদার্থবিজ্ঞানী। 
১৮১৩ - কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ঊনবিংশ শতকের অন্যতম বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক। 
১৮১৯ - রাণী ভিক্টোরিয়া, যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রাণী। 
১৮৫৮ - সারদারঞ্জন রায়, বাংলার যুবসমাজে ক্রিকেট খেলার প্রচলক।
১৮৯৯ - (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) কাজী নজরুল ইসলাম- বাংলা সাহিত্যের কালজয়ী কবি। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়। 
১৯০৫ - মিখাইল শলোখভ, নোবেলজয়ী সোভিয়েত ঔপন্যাসিক। 
১৯২০ - সোমেন চন্দ, মার্ক্সবাদী বাঙালি সাহিত্যিক।
১৯৪০-জোসেফ ব্রডস্কি, বিখ্যাত রুশ কবি ও প্রাবন্ধিক। 
মওদুদ আহমেদ, বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি, অষ্টম প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। 
১৯৪১ - বব ডিলান, মার্কিন গায়ক, গীতিকার, লেখক, সঙ্গীতজ্ঞ ও কবি।
১৯৪২ - আলী বাখের, দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৪৯ - জিম ব্রডবেন্ট, ইংরেজ অভিনেতা।
১৯৫১ - মুনতাসীর মামুন, বাংলাদেশি অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও গবেষক।
১৯৫৫ - রাজেশ রোশন, ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক।
১৯৬৬ - এরিক কাঁতোয়াঁ, সাবেক ফরাসি ফুটবলার।
১৯৬৯ - মার্টিন ম্যাককেগ, আইরিশ বংশোদ্ভূত সাবেক পেশাদার ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৭৭ - জিৎ গাঙ্গুলী, ভারতীয় সংগীত পরিচালক এবং গায়ক।
১৯৯১ - সাফিয়ান শরীফ, স্কটিশ ক্রিকেটার।

মৃত্যু:

১৫৪৩ - নিকলাস কপারনিকাস, জ্যোতিবিজ্ঞানী।
১৮৯৪- বিহারীলাল চক্রবর্তী, বাংলার গীতিকবি।
১৯০৩ - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি কবি। 
১৯৩২ - কার্ল বেন্ডা, জার্মান অণুজীববিজ্ঞানী। 
১৯৪০ - অমিতা সেন, ১৯৩০-এর দশকের খ্যাতনামা রবীন্দ্র সংগীত শিল্পী।
১৯৫৯ - জন ফস্টার দুললেস, মার্কিন কূটনীতিক। 
১৯৭১ - জাকির হোসাইন, পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর।
১৯৮৯ - তৃপ্তি মিত্র, বাঙালি মঞ্চ অভিনেত্রী। 
১৯৯২ - শৈলজারঞ্জন মজুমদার, ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ ও রবীন্দ্র সংগীত প্রশিক্ষক। 
১৯৯৫ - হ্যারল্ড উইলসন, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী। 
২০১০ - তপেন চট্টোপাধ্যায়, ‘গুপী গায়েন’ খ্যাত বাঙালি অভিনেতা। 
২০১০ - বেবী ইসলাম, বাংলাদেশি চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা। 
২০১৪ - ডেভিড অ্যালেন, ইংরেজ ক্রিকেটার। 
২০১৬ - খালেদা একরাম, বাংলাদেশি শিক্ষাবিদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য। 
২০২০ - মকবুল হোসেন, বাংলাদেশি রাজনীতিবিদ ও ঢাকা-৯ আসনের সাবেক এমপি, কোভিড-১৯। 

রূপালী বাংলাদেশ

Link copied!