পাকিস্তান মদদপুষ্ট সন্ত্রাসী হামলায় ভারতের ২০ হাজার নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রদূত পারভাথানেনি হরিশ।
শনিবার (২৪ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় গত চার দশকে তাদের ২০ হাজার নাগরিক নিহত হয়েছে বলে জাতিসংঘে মন্তব্য করেছেন পারভাথানেনি হরিশ।
পেহেলগাম হামলার জেরে সূত্রপাত হওয়া সংঘাতে পাল্টাপাল্টি হামলায় নিহত হন উভয় দেশের প্রায় অর্ধশতাধিক। ওই পরিস্থিতিতে পাল্টা হামলার যৌক্তিকতা প্রমাণ করতে বিশ্বে প্রতিনিধিদল প্রেরণ করেছে উভয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র।
অধিবেশনে সিন্ধু চুক্তি ভঙ্গ প্রসঙ্গে পাকিস্তানি প্রতিনিধি ‘পানি-জীবন, যুদ্ধের অস্ত্র নয়’ বলে মন্তব্য করেন। জবাবে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ‘বন্ধুত্বপূর্ণ’ নিয়তে করা হয়েছিল এ চুক্তি, তা পাকিস্তান সন্ত্রাসী হামলার কারণে আর নেই।
এরপরই ভারতীয় দূত পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেন, ‘সন্ত্রাসের বিশ্বব্যাপী কেন্দ্রস্থল পাকিস্তান। যতক্ষণ না আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত ৬৫ বছরের পুরোনো চুক্তি স্থগিত থাকবে।’ এ সময় গত চার দশকে সন্ত্রাসী হামলায় ২০ হাজারের বেশি ভারতীয় নিহত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আপনার মতামত লিখুন :