রাশিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন সব আরোহী। এমআই-৮ মডেলের হেলিকপ্টারটি ওরিওল অঞ্চলে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (২৩ মে) মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী নিহত হন।
ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ বলেছেন, ওরিওলে উরিটস্কি অঞ্চলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে নিশ্চিৎ করেন তিনি। এ ছাড়া তিনি জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ক্রুদের মধ্যে বেঁচে নেই কেউ।
রাশিয়ান বিমানবাহিনীর তরফ থেকে কমিটি পাঠানো হয়েছে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করতে।
নিহতদের সংখ্যা না জানিয়ে রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সূত্র : আনাদোলু
আপনার মতামত লিখুন :