সম্প্রতি গুগল ম্যাপ এবং গুগল আর্থ ‘টাইম ল্যাপ্স’ এবং ‘হিস্টরিক্যাল ইমাজেরি’ নামে দুটি অভূতপূর্ব ফিচার চালু করেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা অতীতের দৃশ্য দেখে সময় ভ্রমণের অভিজ্ঞতা পেতে পারেন।
এ প্রযুক্তি ব্যবহারের ফলে আপনি ঘরে বসেই ১৯২০ সালের কোনো শহরের রাস্তা বা বিশ্বযুদ্ধের আগের ইউরোপের দৃশ্য দেখতে পারবেন।
গুগল ম্যাপ এবং গুগল আর্থের নতুন টাইম ট্রাভেল ফিচার ব্যবহারকারীদের অতীতের স্যাটেলাইট চিত্র এবং স্ট্রিট ভিউ ইমেজের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানের পুরোনো দৃশ্য দেখার সুযোগ দেয়। এ ফিচারটি মূলত গুগলের ডেটাবেসের ওপর নির্ভর করে, যেখানে বছরের পর বছর ধরে সংগৃহীত উপগ্রহ চিত্র এবং স্ট্রিট ভিউ ফটোগ্রাফি সংরক্ষিত আছে। এই ডেটা ব্যবহার করে ব্যবহারকারীরা দেখতে পারেন, কোনো স্থান বা শহর সময়ের সাথে কীভাবে পরিবর্তিত হয়েছে।
কীভাবে ব্যবহার করবেন?
খুব সহজেই গুগল ম্যাপে এই ফিচার ব্যবহার করা যায় । আপনার স্মার্টফোন বা কম্পিউটারে গুগল ম্যাপ অ্যাপ বা ওয়েবসাইটে গুগল ম্যাপ অথবা গুগল আর্থ খুলতে হবে। সেখানে সার্চ করতে হবে লোকেশন। তারপর সেখান থেকে লেয়ার অপশনে গিয়ে টাইম ল্যাপ্স সিলেক্ট করতে হবে। ফলে সেই জায়গাটি অতীতে কেমন ছিল সেই তুলনামূলক ছবি আপনাদের চোখের সামনে ফুটে উঠবে।
এ ছাড়া, গুগল ‘স্ট্রিট ভিউ’ ব্যাপারটাতেও নতুনত্ব এনেছে। সেজন্য গাড়ি ও ট্র্যাকারের তোলা ছবিও সংযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ২৮০ বিলিয়নের বেশি ছবি যোগ করেছে গুগল। ফলে কোনো জায়গা এবার আরও ভালো করে এক্সপ্লোর করা যাবে।
আপনার মতামত লিখুন :