এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে রয়েছে শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লঙ্কানরা। ১৫০ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে দলটি।
দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪১ রানের উদ্বোধনী জুটি গড়ে হংকং। জিশান আলী ২৩ রানে ফেরার পর আনশি রাঠ (৪৮) ও নিজাকাত খানের (অপরাজিত ৫১) ৬১ রানের জুটি দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রানে থামে তাদের ইনিংস।
জবাবে ৬২ রানে ২ উইকেট হারালেও ওপেনার পাথুম নিশাঙ্কার ৬৮ রানের ইনিংসে ভর করে এগিয়ে যায় শ্রীলঙ্কা। কুশল পেরেরা করেন ২০ রান। শেষ দিকে দ্রুত ৪ উইকেট হারালেও ওয়ানিন্দু হাসারাঙ্গার ২০ রানের ঝড়ো ইনিংসে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কানরা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন